কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নওগাঁয় বিধি-নিষেধ বাড়লো, আরও ১২৫ জন আক্রান্ত, মৃত্যু ২ জনের

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০২১, ০০:০০

নওগাঁয় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জেলায় বিধি-নিষেধ আরও ৭দিন বাড়িয়ে আগামী ২৩শে জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলা প্রশাসকের সাধারণ শাখা বুধবার দুপুরে প্রেরিত এক পত্রে বিধি-নিষেধ বাড়ানোর তথ্য জানানো হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানিয়েছেন, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলমান বিধি নিষেধের আরোপিত সময়সীমা আগামী ২৩শে জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।এদিকে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের করোনা নমুনার রিপোর্ট এসেছে। এরমধ্যে ১২৫ জন আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের হার ২২ শতাংশ। এ সময় চিকিৎসাধীন অবস্থায় জেলার নিয়ামতপুর উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে