ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার

বাংলাদেশ প্রতিদিন ভারত প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১১:৩০

সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধন জোগানোর অভিযোগে ভারতে আইনি রক্ষাকবচ হারাল মাইক্রোব্লগিং সাইট টুইটার। নয়া ডিজিটাল নজরদারি বিধি নিয়ে এমনিতেই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপড়েন চলছিল প্রতিষ্ঠানটির। তার ওপর উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এক প্রবীণ ব্যক্তিকে নিগ্রহের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার রাতে যোগীরাজ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতেই তাদের আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হয়েছে বলে দিল্লি সূত্রের খবর। যাতে অপরাধ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও