প্রতিনিয়ত হটস্পট বদলাচ্ছে করোনা, এরপর কোথায়?

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১০:১৯

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে সারাদেশেই। তবে প্রতিনিয়ত সংক্রমণের এলাকা বদলাচ্ছে। নতুন আক্রান্ত শনাক্তের হিসাব বলছে, সংক্রমণের শীর্ষে এখন খুলনা। ঢাকায় সংক্রমণ মোটামুটি একইরকম থাকছে। তবে এরপর কোন এলাকায় সংক্রমণ বাড়বে তা নিয়ে আগাম কোনও বার্তা দেওয়ার সুযোগ নেই।


দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা মাঝে কিছু সময় স্তিমিত হলেও আবারও বাড়তে শুরু করেছে। এর কারণে প্রতিদিনই লকডাউন করা জেলার সংখ্যা বাড়ছে। গত দুই দিনে আরও পাঁচ জেলা এই তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার লকডাউন করা হয় গোপালগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহ জেলা। আর বুধবার লকডাউনের তালিকায় যুক্ত হয় শরীয়তপুর, দিনাজপুর ও নওগাঁ জেলা। সব মিলিয়ে ৬৪টি জেলার মধ্যে এখন পর্যন্ত ২৬টির বেশি জেলা লকডাউন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও