বর্ষার ইনিংস শুরু, দিনভর বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
বাংলায় ইনিংস শুরু বর্ষার (Monsoon)। ঝিরঝিরে বৃষ্টি দিয়ে সকাল শুরু কলকাতার (Kolkata)। রাতভর দফায় দফায় বৃষ্টি কলকাতা-সহ জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৭ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৃষ্টিপাত
- বজ্রবৃষ্টি
- বর্ষাকাল