![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fta-1-20210615211847.jpg)
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান, শিক্ষক ও অভিভাবককে জরিমানা
করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে পাঠদানের অপরাধে শিক্ষক ও অভিভাবকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী সদরের চিল্ড্রেনস টিচিং হোমের পাঠদানকারী শিক্ষককে পাঁচ হাজার ও চারজন অভিভাবককে চার হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।