![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/15/og/193512_bangladesh_pratidin_suicide.jpg)
বালিয়াডাঙ্গীতে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ইঁদুর মারা বিষ (গ্যাস টেবলেট) খেয়ে যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে।
দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় দুজনে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও তাদের পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছে।