![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftest-20210615175902.jpg)
নাটোরে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৬১
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ হয়েছে। এদের মধ্যে নাটোর সদরে ২২ জন, সিংড়ায় ১১ জন, লালপুরে পাঁচজন, বড়াইগ্রামে চারজন, গুরুদাসপুরে ১২ জন এবং বাগাতিপাড়ায় সাতজন। আক্রান্তের হার ৬০ দশমিক ৩৯ শতাংশ।