![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fyaba-20210615175940.jpg)
শাহজালালে যাত্রীর পেটে মিলল ২৬৭০ পিস ইয়াবা
কক্সবাজার বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন মোহাম্মদ শহীদুল্লাহ (৪২) নামে এক ব্যক্তি। শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সন্দেহবশত তাকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের পাকস্থলীতে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।