দিনাজপুরে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় মাটির দেয়াল ধসে সুমাইয়া আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বেকিপুল বাজারের ব্র্যাক অফিসের পেছনে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার ফল ব্যবসায়ী আইজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে সুমাইয়া বাড়ির আঙিনায় খেলার সময় মাটির পুরনো একটি দেয়াল তাঁর উপরে ধসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে