সাতক্ষীরায় আবার বেড়েছে করোনা শনাক্তের হার, মারা গেছেন তিনজন
লকডাউনের ১১তম দিন চলছে। কিন্তু করোনা সংক্রমণের হার কমছে না। সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের হার বেড়ে হয়েছে ৪৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৪৭ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ মারা গেছেন তিনজন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন।