![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftipu-munshi-pairlament-7-20210615135003.jpg)
নিত্যপণ্যের দাম সহনীয়
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাবি করেছেন, সম্প্রতি দাম বাড়লেও সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে এসেছে। তিনি বলেন, সম্প্রতি হঠাৎ করে চাল, ভোজ্য তেল, চিনির দাম বৃদ্ধি পেয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের দাম আগের মতো স্বাভাবিক বা সহনীয় পর্যায়ে চলে এসেছে।