![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Felderly-persons-20210615132239.jpg)
ভারতে লকডাউনে নির্যাতনের শিকার ৭৩ শতাংশ প্রবীণ
ভারতে করোনাকালীন লকডাউনের সময় বয়স্ক জনসংখ্যার কমপক্ষে ৭৩ শতাংশ লকডাউনে নির্যাতনের শিকার হয়েছেন। প্রবীণদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এইজওয়েল ফাউন্ডেশনের প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫ হাজার প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রতিক্রিয়া নেয়া হয়েছে। উত্তরদাতাদের মধ্যে ৮২ শতাংশ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতি তাদের জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। উত্তরদাতারা আরও জানিয়েছেন, লকডাউনের সময় ও এর পরে তাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা বেড়েছে। ৫ হাজারের মধ্যে ৬১ শতাংশ দাবি করেছেন, পরিবারে বয়স্কদের নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার জন্য পারস্পারিক সম্পর্কই প্রধান কারণ।