![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbayezid-20210615103731.jpg)
ফের চালু হলো বায়েজিদ সংযোগ সড়ক
চট্টগ্রামের বায়েজিদ সংযোগ সড়ক আজ থেকে আবারও চালু হয়েছে। গত ৯ জুন পাহাড় ধস ও বাকি কাজ সম্পন্ন করার কথা বলে সড়কটি তিন মাসের জন্য বন্ধ করে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কিন্তু মাত্র ৬ দিনের মাথায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সড়কটি খুলে দেয়া হয়েছে।