মাথা ও গলাব্যথা, সর্দি যুক্তরাজ্যে করোনায় আক্রান্তদের সাধারণ উপসর্গ

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৪ জুন ২০২১, ২২:৪২

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে। দেশটিতে এখন সবচেয়ে সাধারণ উপসর্গগুলো হচ্ছে মাথাব্যথা, গলাব্যথা ও সর্দি। একটি গবেষণায় এমন তথ্যই পেয়েছেন গবেষকেরা। মাথাব্যথা ও সর্দির সঙ্গে ভারতে শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের যোগসূত্রও খুঁজে পেয়েছেন তাঁরা।


বিবিসির খবরে বলা হয়েছে, অধ্যাপক টিম স্পেকটর করোনার উপসর্গ নিয়ে গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেছেন, করোনার ডেল্টা ধরনে আক্রান্ত কম বয়সীরা এটাকে ‘বড় ধরনের ঠান্ডা–সর্দি’ বলে মনে করতে পারেন। তবে এতে তাঁরা খুব বেশি অসুস্থতা বোধ করতে না–ও পারেন। তবে তাঁরা অন্যদের সংক্রমণ করতে এবং ঝুঁকিতে ফেলতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও