কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একদিনে তিন হাজার ছাড়ল শনাক্ত, মৃত্যু ৫৪

বণিক বার্তা প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১৮:০০

গত ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯ পজিটিভ রোগী ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে । আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, গত ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত সাতদিনে দেশে ১১ হাজার ৯২৮ জনের শরীর নভেল করোনাভাইরাস শনাক্ত হয়। পরের সপ্তাহে অর্থাৎ ৬ থেকে ১২ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয় ১৫ হাজার ১৭২ জন। সপ্তাহের ব্যবধানে রোগী শনাক্তের সংখ্যা ২৭ দশমিক ২০ শতাংশ বাড়লেও সে তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়েনি। দুই সপ্তাহে যথাক্রমে ১ লাখ ১৯ হাজার ২০২ ও ১ লাখ ২২ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে মৃত্যু বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। আর সুস্থতা বেড়েছে ২১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে