বাগেরহাটে নতুন ১০২ জন করোনা আক্রান্ত
বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ২২৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জন করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪৪ শতাংশ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। জেলার বিভিন্ন উপজেলায় র্যাপিড এ্যান্টিজেন ল্যাবে ১৩৬ জনের পরীক্ষায় ৬৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধের ৫ম দিন চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে। পৌরসভার প্রবেশদ্বারে চেক পোষ্ট এর পাশপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সচেতনতার পাশাপাশি স্বস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।