পরকীয়া যেন সংক্রামক ব্যাধি

জাগো নিউজ ২৪ মোস্তফা হোসেইন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৯:৩০

স্বামী প্রবাসে। আসবেন এক বছর কিংবা দুই বছর পর। টাকা-পয়সা আসছে বিদেশ থেকে। অর্থসংকট নেই তেমন একটা। সুখেই থাকার কথা দেশে থাকা স্ত্রীর। কিন্তু সুখে আছেন কি এমন সব নারী? কেউ হয়তো স্বামীকে কাছে পেয়েছেন সপ্তাহ দুই সপ্তাহ, কেউ হয়তো একটু বেশি। এরপর কবে দেখা হবে, অপেক্ষার পালা। কারো দেশে ফেরায় লাগবে দুই বছর কারো তারও বেশি।


সুখের সংসার রচনা করা কতটা সম্ভব হয় সেই মেয়েটির জন্য। জীবনটা যদি হয় টাকাতেই পূর্ণ তাহলে হয়তো এটাই সুখের জীবন হতো । কিন্তু -জীবন মানে অনেককিছুর মিশ্রণের ফল। টাকা হয় তো একটা উপকরণ মাত্র। জৈবিক চাহিদা, মানসিক চাহিদা কি শুধু টাকাতেই পূরণ করা সম্ভব? দেশে থাকা মেয়েটি কিংবা প্রবাসে থাকা ছেলেটি কেউই কিন্তু যন্ত্রণামুক্ত নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও