ফরাসি টেলিভিশনের অনুমোদন বাতিল করল আলজেরিয়া
ফ্রান্সের সম্প্রচার মাধ্যম ফ্রান্স-২৪- এর অনুমোদন বাতিল করে দিয়েছে আলজেরিয়া। সরকারের তরফে বলা হয়েছে, সম্প্রচার মাধ্যমটি দেশটির সংবিধান ও প্রতিষ্ঠানগুলোর প্রতি বারবার শত্রুতা প্রদর্শন করেছে। ফলে তারা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৩ জুন) উত্তর আফ্রিকার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র আম্মার বেলহিমার বলেন, ফ্রান্স ২৪ সাংবাদিকতার রীতিনীতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। এটি গুজব ছড়ায় ও খবরের কারসাজি করে বেড়ায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অনুমোদন
- বাতিল
- সম্প্রচার বন্ধ