কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিনদিন ধরে নিখোঁজ ইসলামী বক্তা মামলা নিচ্ছে না থানা পুলিশ

মানবজমিন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০০:০০

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তিনদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি রংপুর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন বলে দাবি করছে পরিবার। তবে এ বিষয়ে ঢাকার দুটি থানায় জিডি বা মামলা নেয়নি পুলিশ। পুলিশ বলছে কোন এলাকা থেকে আদনান নিখোঁজ হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তাই ঢাকায় আদনান যে বাসায় থাকেন ওই এলাকার থানা বা যে এলাকা থেকে তিনি রওয়ানা হয়েছেন সেই এলাকার থানায় মামলা করতে হবে। পরে ভুক্তভোগীর পরিবার রংপুর সদর থানায় একটি জিডি করেছেন। আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবেকুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে স্বামীর সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে। তখন তিনি ঢাকার গাবতলী এলাকায় অবস্থান করছেন বলে জানিয়েছিলেন। এ সময় তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিন সহকর্মী ছিলেন। পরে রাত তিনটা থেকে তার মোবাইল বন্ধ হয়ে যায়। এরপর থেকে আমার স্বামী, গাড়িচালক ও তিনসহকর্মীর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরপরই শুক্রবার পুলিশের কাছে যাই। কিন্তু এ ঘটনায় মামলা নিচ্ছে না পুলিশ। কোথায় মামলা করবো সেটিও ভেবে পাচ্ছি না। থানা পুলিশ জিডিও নিচ্ছে না। এক থানা থেকে আরেক থানায় ঘুরছি আর ক্লান্ত হচ্ছি। এক থানা আরেক থানাকে দেখাচ্ছে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, আদনান কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেটি আমরা জানি না। তবে লোকেশনটা জানার চেষ্টা চলছে। এজন্য পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। গাবতলী এলাকার সিসিটিভির ফুটেজে আদনান ও তার সহযোগীদের শনাক্ত করা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে