You have reached your daily news limit

Please log in to continue


একা বসবাসের অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

সৌদি আরবের নারীদের পুরুষ নিকটাত্মীয় কিংবা অভিভাবক ছাড়া একাকী বসবাসের সুযোগ আইনত নিষিদ্ধ ছিল। এই বিধিনিষেধ এবার উঠতে যাচ্ছে। শরিয়াহ আইন সংশোধনের মাধ্যমে অবিবাহিত, তালাকপ্রাপ্ত অথবা বিধবা নারীদের একাকী বসবাসের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শরিয়াহ আইনের ১৬৯(বি) ধারা অবলুপ্ত করতে যাচ্ছে সৌদি আরবের বিচারিক কর্তৃপক্ষ। এর ফলে দেশটিতে নারীরা নিজেদের পছন্দমতো একাকী বসবাসের সুযোগ পাবেন। সংশোধিত আইনে বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক নারীর নিজের মতো করে একাকী বসবাসের অধিকার রয়েছে। এর ফলে কেউ যদি অপরাধ করে কারাদণ্ড পান, তাহলে সাজার মেয়াদ শেষে তাঁকে পুরুষ অভিভাবকের কাছে হস্তান্তর করার প্রয়োজন হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন