You have reached your daily news limit

Please log in to continue


বিয়ে শেষ হতেই জামাইবাবুকে জাপটে ধরে চুমু শালীর!

'শালী আধি ঘরওয়ালি...', এই প্রবাদ বাক্যটির সঙ্গে অল্পবিস্তর পরিচিত সকলেই। তবে বিয়ের পিঁড়ি থেকে ওঠার সঙ্গে সঙ্গে জামাইবাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে শ্যালিকা তাঁকে চুমু খেতে শুরু করবেন, এ বিষয়টি বোধহয় অকল্পনীয়। অথচ এমনটাই ঘটল এবার। যার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী হয়েছিল? ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সদ্য বিয়ে শেষ হয়েছে। আসনে এসে বসেছেন বর কনে। এহেন অবস্থায় আচমকাই পাত্রটিকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলেন শালী। আর এতেই হইচই শুরু হয়ে গেল বিয়েবাড়িতে। অতিথিরা রীতিমতো তাজ্জব ঘটনাটি যখন ঘটে, সে সময় অনেকেই ক্যামেরা তাক করে রেখেছিলেন বর বধূর দিকে। আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে গেল বিরল দৃশ্যটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন