সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬৪ শতাংশের বেশি
সাতক্ষীরায় দ্বিতীয় দফা সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ঊর্ধ্বগতিতে ঠেকেছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমণের সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় রোববার (১৩ জুন) পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৭৬ জন।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আরও চার জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের নজরুল (৭০), একই উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের আব্দুর রহিম (৮৫), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোক্তার (৬৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ঈসমাইল হোসেন (৪৫)। এ নিয়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৮ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন।