শনিবার কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘সৌজন্যমূলক’ সাক্ষাতের পর থেকেই ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের তৃণমূলে ফিরে আসার জল্পনা তুঙ্গে। তাই নিয়ে রাজীবকে বার বার আক্রমণ করে চলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আবার তোপ দেগে তিনি বলেন, ‘‘রাজীব কুণালের সঙ্গে দেখা করেছেন বলে কি গঙ্গাজলে শুদ্ধ হয়ে গেলেন? উনি আমাদের কর্মীদের উপর কম অত্যাচার করেছেন না কি? কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাড়া করিয়েছেন।’’
রাজীবের কোনও মূল্য নেই বলে শনিবারই কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কল্যাণ। বলেছিলেন, ‘‘ডোমজুড়ে অনেক খেটে ওকে ৪৩ হাজার ভোটে হারিয়েছি আমরা।