![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F13%2Ftrak_pori.jpg%3Fitok%3DuoJ-uQpT)
পরীর স্বামী হচ্ছেন তারিক আনাম, নায়ক কে?
এনটিভি
প্রকাশিত: ১৩ জুন ২০২১, ১৩:০০
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ‘অন্তরালে’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন, যেখানে তাঁকে দেখা যাবে অর্পিতা নামে বনেদি সনাতন পরিবারের গৃহবধূর চরিত্রে। এই ফিল্মে তাঁর স্বামীর চরিত্রে দেখা মিলবে খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খানকে।