![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Fc7016c1c-a8c9-4983-a051-0a8f000633bf%252F902f0b43-071e-46db-84a0-afb9bb88506c.jpg%3Frect%3D0%252C24%252C720%252C405%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ঢাকার পথে চীনের ছয় লাখ টিকা
চীনের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান আজ রোববার ঢাকার পথে রওনা দিয়েছে।
ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান প্রথম আলোকে জানান, আজ সকালে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।