ট্রিপস, টিকা মজুতদারি এবং মানবাধিকার
পুরো বিশ্ব করোনা সংকট কাটাতে এখন তাকিয়ে আছে উন্নত দেশগুলোর দিকে। কারণ উৎপাদিত টিকা তারা সংগ্রহ করে মজুত করে রেখেছে তাদের জনসংখ্যার চেয়েও। একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশে টিকার সংকট কাটিয়ে উঠতে গিয়ে অস্ট্রেলিয়ার উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা হচ্ছে ২৫ মিলিয়ন। অর্থাৎ আড়াই কোটি। অথচ তারা টিকা সংগ্রহ করেছে ৯৩.৮ মিলিয়ন। মানে প্রায় সাড়ে নয় কোটি। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা একই কাজ করেছে। মোট জনসংখ্যার চেয়ে বেশি করে টিকা মজুদ করে রেখেছে। আর আমরা সেখানে টিকা পাচ্ছি না!