কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অপরাধেরও মাধ্যম

কালের কণ্ঠ মো. জাকির হোসেন প্রকাশিত: ১৩ জুন ২০২১, ১০:২৫

আমাদের আধুনিক জীবনের এক নতুন অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে—ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, লিংকডইন, পিন্টারেস্ট, টাম্বলার, টুইটার, ভাইবার, ইউটিউব, হোয়াটসআ্যাাপ, ইমো, স্ন্যাপচ্যাট, উইচ্যাট ইত্যাদি। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও অগ্রপথিক হচ্ছে ফেসবুক। সম্ভবত পৃথিবীর ইতিহাসে এযাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে বড় আসক্তির নাম ফেসবুক। ঝঃধঃরংঃধ-র এপ্রিল ২০২১-এর হিসাব অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৯০ কোটির অধিক। আর বাংলাদেশে এই সংখ্যা চার কোটি ১০ লাখ। ফেসবুক এখন ব্যবহারকারীর ব্যক্তিগত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র তথা ব্যক্তিগত সম্প্রচার মাধ্যম। সাধারণ মানুষ চাইলেই কোনো মেইন স্ট্রিম গণমাধ্যমে দ্রুত কিছু প্রচার-প্রদর্শন করতে পারেন না। কিন্তু ফেসবুকে তা সম্ভব। ফেসবুকের কল্যাণে সামাজিক যোগাযোগের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষ মানবীয় যোগাযোগের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বকে জয় করে নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি নতুন একটি প্রবণতা লক্ষণীয়। তা হলো ফেসবুক ব্লগিং। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সাহিত্য ও সামাজিক বিষয় নিয়ে আগে ব্যবহারকারীরা যা ব্লগে লিখতেন, তা এখন ফেসবুক স্ট্যাটাসেই লিখছেন। এই স্ট্যাটাস নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক হচ্ছে। নাগরিকদের নিজেদের ভাবনা-চিন্তা তুলে ধরার ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। প্রতিদিনের জীবনযাত্রায় নাগরিকরা কোন ইস্যুকে প্রাধান্য দিচ্ছে তা প্রতিফলিত হচ্ছে এই মাধ্যমে। জনমত গঠনে ও সচেতনতা সৃষ্টিতেও ফেসবুকের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বেশ কিছু ঘটনার ভিডিও এবং ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর সক্রিয় হয় আমাদের মেইন স্ট্রিম মিডিয়া। ত্বরিত আইনগত ও বিচারিক ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্র, সরকার। উদাহরণস্বরূপ, সিলেটে শিশু রাজন হত্যার ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীরাই আন্দোলন গড়ে তুলেছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। আর শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা তো সবারই জানা। পড়াশোনা, সমাজসেবা, রক্তদান, সামাজিক ক্যাম্পেইন, সৃজনশীল কাজ এবং ব্যবসার জন্যও ফেসবুক ব্যবহার করছেন অনেকে। ফেসবুক অর্থনীতি এখন বিশাল অঙ্কের। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অনেকে ভালো উপার্জন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও