
ইশকুল থেকে এত ফুল ঝরে যাবে?
টিকা, হাসপাতাল, অক্সিজেন, ভেন্টিলেটর—এসবের ব্যবস্থা করলে হয়তো করোনার হাত থেকে জান বাঁচবে। কিন্তু শিক্ষা? তার যে মরণদশা চলছে, তার কী হবে? বিশেষ করে স্কুল পর্যায়ের শিক্ষা তার চিরায়ত ছন্দ হারিয়ে এখন গৃহবন্দী হয়েছে।
আমার সাত বছরের শিশুপুত্র মাস ছয়েক আগেও প্রায় প্রতিদিনই ‘ইক্কুল! ইক্কুল দাবো’ বলে ইশকুলে যাওয়ার যে দাবি তুলত, এখন তা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ স্কুল নামের যে বিদ্যায়তনের কাঠামো তার মনোজগতে ছিল, তা এত দিনে বিলীয়মান অবস্থায় চলে এসেছে।