![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdudok-png-3-20210612202935.jpg)
মডেল মসজিদে যোগ্য আলেম নিয়োগ দিন : হেফাজত মহাসচিব
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২১, ২০:২৯
সারাদেশের ৫৬০টি মডেল মসজিদে যোগ্য আলেমদের নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। শনিবার (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।নুরুল ইসলাম বলেন, সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে তা প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, আমরা সরকারের প্রতি অনুরোধ জানাব, মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমে দ্বীনদের নিয়োগ দিয়ে মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এ জন্য দরকার যোগ্য লোকের তদারকি।