কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সমাজ সংস্কারের কেন্দ্র হোক

সমকাল মোহাম্মদ বাহাউদ্দিন প্রকাশিত: ১২ জুন ২০২১, ১৫:২২

সম্প্রতি দেশের অনেক জেলা ও উপজেলায় নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নির্মিত মসজিদগুলোর শুভ উদ্বোধন করেছেন। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য সেই অর্থে খুবই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলামের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখবে।


পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা বাড়াতেও এগুলো সহায়ক হবে। ইসলামের ভ্রাতৃত্ব ও মূল্যবোধের প্রচার এবং যাবতীয় উগ্রপন্থার বিরুদ্ধে ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচারের জন্যই মূলত সরকারের এ প্রকল্প; ধর্মের নামে জঙ্গিবাদ, মানুষ খুন করে বেহেশতের আশা করা, ইসলামের বদনাম করা- এসব বিষয় প্রতিরোধের জন্য আলেম সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাংলাদেশের সমাজ-বাস্তবতার আলোকে খুবই গুরুত্বপূর্ণ এবং শান্তিময়, নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও