You have reached your daily news limit

Please log in to continue


Sreelekha on Nusrat: ‘সাংসদ নুসরতকে মিথ্যেবাদী বলে তাঁকে ট্রোল করিনি আমি, কেবল সত্যি বলেছি’, তোপ শ্রীলেখার

নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে দাবি সন্তানসম্ভবা নুসরত জাহানের। তুরস্কের বিবাহ আইন ও ভারতে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য বিশেষ বিবাহ আইনের যুক্তি দিয়ে সেই কথা প্রমাণ করার চেষ্টা করেন অভিনেত্রী-সাংসদ নুসরত। কিন্তু তাঁর ও নিখিলের ‘বিয়ে’ বা ‘সহবাস’-এর ‘যুক্তি তক্কো গপ্পো’ কোনওটাই দু’জনের ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নেই আর। নুসরতের বিবৃতি, নিখিলের পাল্টা বিবৃতি-তে নেটমাধ্যমে চর্চা তুঙ্গে। এই প্রসঙ্গে নুসরতকে 'ট্রোল' করতে নামলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও? তাঁর একটি পোস্ট দেখে তেমনই প্রশ্ন জেগেছে নেটাগরিকদের। আনন্দবাজার ডিজিটালের একটি লাইভে এসে সেই প্রশ্নের জবাব দিলেন শ্রীলেখা।

 

 
 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন