![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmunro-20210612102702.jpg)
মুনরোর ব্যাটে সাইক্লোন, ১০ ওভারেই জিতল ইসলামাবাদ
পাকিস্তান সুপার লিগের শুক্রবারের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ইসলামাবাদ ইউনাইটেডের কিউই ওপেনার কলিন মুনরো। তার সাইক্লোন ইনিংসে মাত্র ১০ ওভারেই ১৩৭ রান করে ১০ উইকেটের বড় জয় পেয়েছে ইসলামাবাদ।