You have reached your daily news limit

Please log in to continue


‘ঘরের ছেলে ঘরে ফিরল’, মুকুলকে ফিরে পেয়ে প্রতিক্রিয়া মমতার

এই সময় ডিজিটাল ডেস্ক: BJP ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন মুকুল। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল’। উল্লেখ্য, যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে ফিরলেন BJP সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল।

মুকুলের প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘দল আমাদের শক্তিশালী। আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। মুকুল মানসিক শান্তি পেল। মুকুল আমাদের ঘরের ছেলে। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। BJP করা যায় না। BJP-তে অনেক শোষণ’। মুকুল প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘মুকুল স্বেচ্ছায় দলে ফিরেছে। মুকুল কখনও খারাপ কথা বলেননি’। একইসঙ্গে মমতা বলেন, ‘গদ্দারদের দলে নেব না'’। তবে আগামী দিনে আরও অনেকে তৃণমূলে ফিরবেন বলে জানিয়ে দিলেন মমতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন