বুদ্ধদেব দাশগুপ্তকে 'মাস্টার' বলেই মনে করেন প্রসেনজিত্
এই মুহূর্তে দাঁড়িয়ে বুদ্ধদেব দাশগুপ্ত একজন মাস্টার। আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র বাংলা নয়, ভারতীয় ছবির অন্যতম পরিচালক হিসেবে ওঁর নাম উজ্জ্বল। আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সঙ্গে দু'টো ছবিতে কাজ করার। এটা আমার কাছে আশীর্বাদের মতো। 'আমি, ইয়াসিন আর আমার মধুবালা' আর 'স্বপ্নের দিন'। সেই অভিজ্ঞতা সারা জীবনে ভোলার নয়। যখন টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা এমন কোনও চলচ্চিত্র উৎসবে গিয়েছি। দেখেছি ওঁর নাম শুনে দর্শক কীভাবে উচ্ছ্বসিত হয়ে যান। ওঁকে দেখে নয়। শুধু নাম শুনে। বাঙালি হিসেবে তার জন্য আমি গর্ববোধ করি। উনি শিক্ষক ছিলেন। মানুষটিও বড় ভালো ছিলেন। অনেক সময় অনেক রকমভাবে কাছে পেয়েছি। দুঃখ লাগছে। সবাই কেমন যেন হারিয়ে যাচ্ছেন। সাধারণত ম্যাজিক আওয়ারে শুটিং করতেন উনি। একটা শট থেকে অন্য শটে সময়ের ব্যবধানও থাকতো। 'স্বপ্নের দিন' শুটিংয়ের সময় বোলপুরে খুব ভিড় হতো। ছ'-সাতদিন ভিড়ের চোটে শুটিং করা যায়নি। এতে উনি একদিন খুবই রেগে গিয়ে আমার কাছে অভিযোগ করলেন। আমি বললাম, 'এ তো মানুষের অতিরিক্ত ভালোবাসার কারণে সমস্যা'। শেষ পর্যন্ত প্রশাসনের সাহায্য নেওয়া হয়েছিল। আর একটা বুদ্ধি বের করেছিলাম। সকালে শুটিং ইউনিটকে একদিকে পাঠিয়ে দেওয়া হয়। সে দিকেই ভিড় জমে যায়। তখন আমরা অন্যদিকে আসল শুটিং সেরে নিই।