কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্লিনিক ব্যবসার চাইতে আদম ব্যবসা ভালো

জাগো নিউজ ২৪ মোকাম্মেল হোসেন প্রকাশিত: ১১ জুন ২০২১, ১০:০৬

মন ভালো করার প্রাণপণ চেষ্টা করছে এবাদুল। কোনো লাভ হচ্ছে না; বরং খারাপ থেকে খারাপতর হচ্ছে। টেলিভিশনের সুইচ-অন করল সে। রিমোট টিপতে টিপতে উড়াধুরা টাইপের নাচ-গান হয়, এমন একটা হিন্দি চ্যানেলে এসে থামল। দেখা যাক, উড়াধুরায় মন ভালো হয় কিনা। উহুঁ! কাজ হচ্ছে না। নাচ-গান ছাপিয়ে চোখের সামনে শরীফার মুখ ভেসে উঠছে।


এখন মনে হচ্ছে, শরীফার গালে জোরে একটা থাপ্পড় দেওয়া উচিত ছিল। তাহলে সাপের বিষ ঢালার মতো রাগটা সেখানেই পড়ে যেত। মনের মধ্যে রাগ পুষে রেখে বাসা থেকে বের হয়ে আসা ঠিক হয়নি। ভুল হয়েছে। মারাত্মক ভুল। ভুল সংশোধনের জন্য এখন বাসায় গেলে কেমন হয়? বাসায় গিয়ে কোনো সংলাপ বিনিময় না করে রোবোটিক স্টাইলে শরীফার গালে ঠাস করে একটা চড় মেরে চলে আসা যায়। ভাবনাটা এবাদুলের মনের মধ্যে বিড়াল-ইঁদুর খেলা খেলল কিছুক্ষণ। পরে এটাকে বাতিল করে দিল সে। লাভ নেই। মারপিট করে কারও বেসিক পয়েন্টের উন্নয়ন ঘটানো যায় না। নারীজাতির মূল সমস্যা হচ্ছে বেসিক পয়েন্টে গলদ। বেসিক পয়েন্টে গলদ না থাকলে শরীফা তাকে এ ধরনের কথা বলতে পারত?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও