You have reached your daily news limit

Please log in to continue


বড় ম্যাচেই জ্বলে উঠবে বড় প্লেয়ার, আশাবাদী সাকিবের কোচ

ব্যাটসম্যান সাকিবের এখন কোন সমস্যা হচ্ছে? ব্যাট হাতে কেন দেখা মিলছে না চেনা সাকিবের? বিশ্বসেরা অলরাউন্ডার কি নিজেকে হারিয়ে ফেলেছেন? এমন অনেক প্রশ্নই এখন দেশের ক্রিকেট অনুরাগীদের মনে।

২০১৯ বিশ্বকাপে যিনি বড় বড় বোলারের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। অস্ট্রেলিয়া ছাড়া যার সব দলের বিপক্ষে পঞ্চাশের ওপরে রান এসেছে, দুইটি শতরানও করেছেন- সেই সাকিব আল হাসানের ব্যাট প্রিমিয়ার লিগে একদম নিষ্প্রভ। তার ব্যাট একদমই হাসছে না, কথা বলছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন