ইসলামকে মুছে ফেলতে চাইছে চীন: অ্যামনেস্টি
চীনের উইগুর মুসলিমদের নিয়ে নতুন ১৬০ পাতার রিপোর্ট প্রকাশ করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিপোর্টের শিরোনাম, 'আমরা যেন যুদ্ধে শত্রুপক্ষ'।
অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ডিডাব্লিউকে বলেছেন, ''চীন মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছে, তা তথ্য সহ রিপোর্টে তুলে ধরা হয়েছে।'' তিনি বলেছেন, ''অন্য দেশগুলি যেন সাহসী হয়ে উপাায় ঠিক করে এবং চীনকে এই কাজ বন্ধ করতে বাধ্য করে।''
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে