![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/10/bbariaindia-return-100621-02.jpg/ALTERNATES/w640/bbariaindia-return-100621-02.jpg)
ভারতের লোকসভা সদস্যের সহায়তায় দেশে ফিরলেন করুণাসিন্ধু
ভারতের লোকসভা সদস্য প্রতিমা ভৌমিকের সহায়তায় সেদেশে আটকা পড়া এক বাংলাদেশি সস্ত্রীক দেশে ফিরেছেন। বুধবার দুপুরে অ্যাম্বুলেন্সে করে আখাঊড়া সীমান্তে পৌঁছে দেওয়া হয় করোনা জয়ী এবং ক্যান্সার আক্রান্ত করুণাসিন্ধু চৌধুরীকে (৫৫)। তাদের বাড়ি সিলেট সদরে। চেল্লাই থেকে আগরতলা হয়ে দেশে ফেরার পথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর্থসঙ্কটে পড়ে সস্ত্রীক আটকে যান করুণাসিন্ধু।