![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/-118855665-dcddfd35-eb3d-4d-282906.jpg)
অক্সফোর্ডে থাকছে না রানির প্রতিকৃতি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি ‘ঔপনিবেশিক ইতিহাসের’ প্রতীক হিসেবে গণ্য করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালেন কলেজের শিক্ষার্থীরা তাদের কমনরুম থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।