You have reached your daily news limit

Please log in to continue


ফের জুটি বাঁধছেন অক্ষয়-ভূমি

'টয়লেট এক প্রেম কথা'-র পর ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর। পরিচালক আন্দন এল রাইয়ের পরবর্তী ছবিতে দেখা যাবে এই জুটিকে। ছবির নাম ‘Raksha Bandhan’। দ্বিতীয়বারের জন্য একসঙ্গে ভূমি ও অক্ষয়।
বুধবার অক্ষয় কুমার তাঁর টুইটার আ্যাকাউন্টে একটি ছবি দেন। তারকার একপাশে পরিচালক আনন্দ এল রাই, অন্যদিকে ভূমি পেডনেকর। ছবিটি দেখলেই বোঝা যাচ্ছে, সকলেই বেজায় খুশি। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘যখন আমরা খুশি তা বোঝা যায়। ভূমিকে পেয়ে সত্যি সত্যিই আমরা খুশি’।পাশাপাশি এই এক ছবি ভূমিও তাঁর ইন্সটাগ্রামে শেয়ার করেন। তিনি লেখেন, ‘একটি কাছের ছবি, অবশ্যই একটা স্পেশ্যাল রিইউনিয়ন’। ভূমি আর‌ও লেখেন, ‘প্রচন্ড এক্সসাইটেড দ্বিতীয়বার আমার দুই পছন্দের ক্রিয়েটিভ পাওয়ার হাউসের সঙ্গে কাজ করতে পেরে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন