কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভ্যাকসিনের সহজলভ্যতায় চাই পেটেন্ট ছাড়

সমকাল ড. মো. তৌহিদুল ইসলাম প্রকাশিত: ১০ জুন ২০২১, ১৪:৩৫

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির এক ঘোষণায় বলা হয়েছে, বাইডেন প্রশাসন দক্ষিণ আফ্রিকা এবং ভারতের নেতৃত্বে কভিড-১৯ ভ্যাকসিনের পেটেন্ট মুক্ত করার জন্য ১০০টিরও বেশি দেশের আন্তর্জাতিক দাবিকে সমর্থন করছে, যাতে দরিদ্র দেশগুলো এই ভ্যাকসিনটি তাদের জনগণের কাছে সহজলভ্য করতে পারে। জার্মানি ও সুইডেনের এই পরিকল্পনায় বিরোধিতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন এ মহৎ উদ্দেশ্যে যুক্ত হওয়ার কথা ভাবছে। এখন আমরা আলোচনা করে দেখব, কভিড-১৯ ভ্যাকসিনের পেটেন্ট ছাড় দরিদ্র নিম্ন-মধ্য আয়ের দেশগুলোর জন্য সহজেই ভ্যাকসিন প্রাপ্তির জন্য যথেষ্ট কিনা।


উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ১ আগস্টের মধ্যে ডেভেক্স ফান্ডিং তথ্য অনুসারে, ফাইজার-বায়োএনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং নোভাভ্যাক্স ভ্যাকসিনগুলোর গবেষণা ও বিকাশ এবং সেগুলোর উৎপাদন ও বিতরণের জন্য ৩৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই তহবিল উন্নত দেশের সরকার, দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সংস্থা, এনজিও এবং বেসরকারি খাত থেকে এসেছে। বাস্তবায়িত প্রোগ্রামগুলোতে ৬৪৪ মিলিয়ন ডলার, বিতরণের চুক্তির মাধ্যমে ১০০ দশমিক ৩ মিলিয়ন ডলার এবং অনুদানের মাধ্যমে ৯২ দশমিক ৭ মিলিয়ন ডলার সহায়তায় এ জাতীয় তহবিল পরিচালিত হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও