কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পৌরসভায় সিইও

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১০ জুন ২০২১, ১২:৩৭

দেশের প্রথম শ্রেণির পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার যে উদ্যোগ সরকার নিয়েছে, তার উদ্দেশ্য নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, পৌরসভাগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ। আর পৌরসভার মেয়ররা মনে করেন, নির্বাচিত প্রতিনিধিদের ওপর খবরদারি করতে পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়া হচ্ছে।


বাংলাদেশে বর্তমানে ৩২৮টি পৌরসভা আছে। এর মধ্যে ক শ্রেণির পৌরসভার সংখ্যা ১৯৪। উল্লেখ্য, খ ও গ শ্রেণি তো বটেই, ক শ্রেণির অনেক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১ মাস থেকে ৬০ মাস পর্যন্ত বকেয়া পড়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, যেসব পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা এক বছরের বেশি বকেয়া থাকবে, সেগুলো ভেঙে দেওয়া হবে। তাদের এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করার সুযোগ কম। যে পৌরসভা নিজের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছে না, সেই পৌরসভা পৌরবাসীর সেবা করবে কীভাবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও