চার ছক্কায় শেষ ওভারে উত্তেজনা, তবু পারল না দোলেশ্বর
অবিশ্বাস্য কীর্তির জন্ম দিতে গিয়েও শেষ মুহূর্তে ব্যর্থ হলেন কামরুল ইসলাম রাব্বি। ম্যাচ জিততে ৩১ রান প্রয়োজন ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।
প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেনের করা প্রথম পাঁচ বলে ৪টি বিশাল ছয়ের মারে ২৬ রান নিয়ে নেন রাব্বি। কিন্তু শেষ বলে পাঁচ রানের চাহিদায় ১ রানের বেশি করতে পারেননি।