![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/06/10/mumbai-malad-100621-01.jpg/ALTERNATES/w640/mumbai-malad-100621-01.jpg)
ভারতের মুম্বাইয়ে দোতলা ভবন ধসে নিহত ১১
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি দোতলা আবাসিক ভবন ধসে পাশের একটি স্থাপনার ওপর পড়ে ১১ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।
বুধবার গভীর রাতে নগরীটির মালাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন; তাদের বের করে আনতে অভিযান চালানো হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা আরও জানান, বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) নিকটবর্তী আরেকটি জরাজীর্ণ তিনতলা ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিচ্ছে।