পিছিয়ে যাচ্ছে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা
করোনাভাইরাসের কারণে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা ঘোষিত সময়ে হচ্ছে না। চলতি মাসের ১৯ তারিখ থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন দিনে তিনটি বিভাগে এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন নতুন তারিখও ঠিক করা যাচ্ছে না।
এই গুচ্ছে থাকা সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা না পিছিয়ে উপায় নেই। প্রাথমিক আবেদনের কাজই শেষ করা যায়নি। চলমান বিধিনিষেধের পর প্রাথমিক আবেদনের জন্য ১০ দিন সময় বাড়ানো হবে। এখন যদি ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ থাকে, তাহলেও প্রাথমিক আবেদন করতে ২৬ জুন পর্যন্ত চলে যাবে। তারপর আবার চূড়ান্ত আবেদন। এসব করতে সময় লাগবে। এই অবস্থায় কবে এই পরীক্ষা হবে, তার তারিখও ঘোষণা করা যাচ্ছে না। আগামী শুক্রবার সভা করে পরীক্ষা স্থগিতের কথা জানিয়ে দেওয়া হবে।