বাসযোগ্যতায় পিছিয়ে থাকা শহরের তালিকায় ঢাকা ‘চতুর্থ’
বাসযোগ্যতার বিচারে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ১৪০টি শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার ১৩৭তম।
কোভিড-১৯ মহামারীর মধ্যে বাসযোগ্যতায় এগিয়ে থাকা শহরগুলোর তালিকায় যেখানে ব্যাপক রদবদল হয়েছে, সেখানে এক বছরে ঢাকা এগিয়েছে এক ধাপ।
গতবছর ঢাকার অবস্থান ছিল এই তালিকার নিচের দিক থেকে তিন নম্বরে, এবার সেখান থেকে চার নম্বরে উঠে এসেছে চারশ বছরের পুরনো এ শহর।
কোন শহর কতটা বাসযোগ্য তা বোঝার জন্য স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো- এই পাঁচ মানদণ্ডে বিচার করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ১০০ ভিত্তিক সূচকে ঢাকার স্কোর এবার ৩৩ দশমিক ৫।