![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1111-20210609185518.jpg)
সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫০ দশমিক ৫৩
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন হুসাইন সাফায়েত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজিটিভ হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দুই হাজার ১৪৭ জন।