মোংলায় করোনা শনাক্তের হার ৬২.৭৪

বাংলাদেশ প্রতিদিন মোংলা বন্দর প্রকাশিত: ০৯ জুন ২০২১, ১৪:২৬

মোংলাসহ বাগেরহাট জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও শনাক্তের হার। জেলায় বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৯ জন ও মৃত্যু হয়েছে ৪ জনের। এরমধ্যে করোনা সংক্রামণের হটস্পর্ট মোংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩২ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। মোংলায় এখন করোনা শনাক্তের হার ৬২.৭৪ ভাগ।


এই অবস্থায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন করে মোংলা নদীর খেয়া পারাপার বন্ধসহ সব ধরনের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোংলা পোর্ট পৌর এলাকায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ জারি করেছে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মনিটরিং কমিটি। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মনিটরিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবিরসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও