মানিকগঞ্জে মরিচের বাম্পার ফলন, দামে অসন্তোশ কৃষক
মানিকগঞ্জে সর্বত্রই মরিচের ফলন ভাল হয়েছে। তবে দাম কম থাকায় কৃষকরা হতাশ। শ্রমিকের মজুরি, সার, কীটনাশকের অধিক মূল্য এসব পরিশোধ করে কাঁচা মরিচে লোকসানের আশংকা করছেন তারা।
দেশ বিদেশে মানিকগঞ্জের কাঁচা মরিচের সুনাম রয়েছে। সেই সাথে রয়েছে ব্যাপক চাহিদা। চাহিদার সাথে পাল্লা দিয়ে জেলার সর্বত্রই চাষ হয়ে থাকে মরিচ। বিশেষ করে ঘিওর, শিবালয় সাটুরিয়া ও হরিরামপুর উপজেলায় মরিচ চাষ হয় বেশী। জেলার উৎপাদিত মরিচ দেশব্যাপি সরবরাহের জন্য বরংগাইল, ঝিটকা, বাঠইমুড়ী, সাটুরিয়া, ভাটবাউর, জাগীরসহ বিভিন্ন এলাকায় পাইকারী আড়তে কাঁচামরিচ ক্রয়-বিক্রয় হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কৃষক
- বাম্পার ফলন
- মরিচ চাষ
- অখুশি