কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪ হাসপাতালে রোগীর চাপ, শয্যাসংকট

প্রথম আলো রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত: ০৯ জুন ২০২১, ০৭:৩৫

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারি বিধিনিষেধের আওতায় থাকা ১৩ জেলার চারটি বড় হাসপাতালে রোগীর শয্যাসংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলো হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। রোগীর চাপের কারণে এসব হাসপাতালে চিকিৎসক ও নার্স বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। ইতিমধ্যে তা ঢাকায় স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।


কদিন ধরে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা, বাগেরহাট, নাটোর, নোয়াখালী ও কক্সবাজার জেলায় করোনার ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এই জেলাগুলোর অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা চালু করা যায়নি এখনো। রয়েছে হাই ফ্লো নাজাল ক্যানুলা ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংকট। এসব জেলার কোথাও লকডাউন, কোথাও বিশেষ বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে সীমান্তের জেলাগুলোতে করোনায় মৃত্যু বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও